Wednesday, 8 March 2017

ফাগুন

কে যেনো ডেকে ফিরে যায়
বাতাসে তারই সুর শুনি
পলাশের ডালে ডালে ঐ নিমন্ত্রন লিপি
বার্তা পাঠিয়েছে ।
লাল ফুলে ছেয়ে গেছে মাটি।
ভোরের বাতাসে ভিজে গেছে বেহিসেবী যত পান্ডুলিপি।
আজ মন পাখনা মেলেছে দিগন্ত বিস্তৃত ওই আকাশে
ওখানে যে আজ পাখীরাও ফাগের রং মেখে আত্মহারা।
আমার ডাকবাক্সে বহুদিন পর এক নীল খামের উঁকি,
অব‍্যবহৃত চিঠির বাক্সে বন্দী খাম,সরলতায় বের করে আনি
আকাশের দিক মাথা তুলে গাছে গাছে ফাগের নিমন্ত্রন বার্তা দেখি
খাম খুলি এক অপ্রত‍্যাশিত আকাঙ্খা নিয়ে।
দেখি নীল খামে কে যেন একমুঠো ফাগ দিয়েছে পাঠিয়ে,
আমায় শুভ ফাগুনের শুভেচ্ছা জানিয়ে।

No comments:

Post a Comment