Sunday, 12 March 2017
বিবাহ টুটুল চ্যাটার্জী(শিউলি) প্রকৃতির অলিখিত নিয়মেই কুসুম কুঁড়ি থেকে ফোটে ফুল কোমল কিশোরীও সেভাবেই হয়ে উঠে পূর্ন নারী। ***** আজোও এক সহবাসের ছাড়পত্র তুলে দিলো কেউ অনাঘ্রাত কুসুম ভোর ভালোবাসার হাতে। অলিখিত চুক্তি স্বাক্ষরের দাগ ফেলে যাবে সিঁথির সিঁদুর। আঙুলের ফাঁক দিয়ে পিছলে গলে যাবে '"প্রেম"। সময়ের বাঁকে বাঁকে পাহাড়ের গায়ে থমকে সোনালী রোদ্দুর সবুজ সবুজ কচি লেবু মনে লেপে দেবে নির্মেদ মাটি। এক বিন্দু সিঁদুর আর লাল বেনারসী কত সহজে পেয়ে যাওয়া যায় বিছানার হিসেব। শব্দেরা পাশাপাশি গড়ে তোলে ব্যাঞ্জনাময় কবিতা দুটো মানুষ গড়ে তোলে দাম্পত্যের মাঝে প্রেম হারানোর ছবি। প্রেম হারানোর অলিখিত চুক্তি স্বাক্ষরিত হয় , বিবাহ নামের সংশোধনাগারের বন্ধ দরজায়। বেয়াদপ, দুর্বিনীত নারীদের সংশোধন করা হয়। পুরুষের হাতে উঠে আসে প্রতিরাতে ধর্ষনের ছাড়পত্র। কি অসাধারন কায়দায় সঠিক আইনে বশ করে নারী। বোকা পুরুষ সাঁতার কাটে নারীর শরীরী খানাডোবায় ঢেউ ভরা সমুদ্রের সন্ধান দেয় না আইনি চুক্তি। প্রবাল মুক্তো খুঁজতে গিয়ে পুরুষ তুলে আনে -----, বালিতে পরে থাকা মুক্তোর খোলস। ঝিনুক নামে সে শুধুই বৈঠকখানা সাজায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment