মেঘলা একাকী চিল উড়া দুপুরে
যত অতীত ভুলগুলো কাছে এসে ঘোরাঘুরি করে
মনের আনাচে কানাচে বাসা বেঁধে থাকা স্মৃতি
চোখের কোন দিয়ে গড়িয়ে পরে।
কালো মেঘের কানাকানি ,আর বাতাসের টানাটানি
ফিসফিস করে বলে যায় কত ঝিমিয়ে পড়া বেদনার কথা
সহজিয়া মনে তখন আবার বেদনার ঝটপটানি।
সবুজ কচি ঘাসের মতো সহজ অতীত আবার মাথা তুলে তাকায়।
সেই গোলাপী বিকেলের কাছাকাছি দিনের কথা কয়ে যায়।
তবুও শান্ত রাখার মিছে চেষ্টা অকারনেই প্রতিরোধের দেওয়াল তোলে
ভুলে যাবার মিথ্যে অভিনয় সফলতার গলিতে হারিয়ে যায়।
মেঘ সরে গেলেই আবার ধূ ধূ কড়ামিঠে দুপুরের শুরু হয়।
কালবৈশাখীর পর তো বাতাস সুশীতল হয়ে যায়
ঠিক তখনই আশেপাশে ঘুরতে থাকা ভুল গুলো ফিরে যায় নিজের আস্তানায়।
Friday, 3 March 2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment