Tuesday, 21 February 2017

কবিতা


কোজাগরীর রাত
শূন‍্যে ঝুলছে হলুদ রঙের চাঁদ
চারিদিকে শঙ্খধ্বনি, উলুধ্বনি
আমি ঘরে বসে দেখছি শুধু ঝড়।
অনেকদিন পর।
ডাকবাক্সে চিঠি এলো আজ
ঝেড়ে ফেলে সব সহবত লাজ
হামলে পরে নিয়ে এলাম ঘরে
তারপরে,
ঝড় ঢুকলো আমার দোরে
তোড়জোড় করে
এলোমেলো টুকরো কিছু কথা
অবিরত ধাক্কা মারে মাথার চিলেকোঠায়
ঘরে ঘরে তখনও আরতি ঘন্টা
আজ কোজাগরীর রাত
আমার জানলায় তখনও ভাসছে পূর্নিমার চাঁদ।
তখনও হাসছে চাঁদ।

No comments:

Post a Comment