সংকল্প
টুটুল চ্যাটার্জী(শিউলি)
প্রত্যাখ্যাত হতে হতেও ফিরে যাচ্ছি না
আছে কোন সুপ্ত প্রত্যাশা?
অন্ধকারের পরেও আসে আলো
এই বিশ্বাসে,
সব ই কি হারাতে হবে শেষে?
রূঢ় শব্দ রা বারেবারে আছড়ে পরে মাটিতে
আঘাত করে যায় মাথার কোষে কোষে।
কুড়িয়ে নিয়ে সেই বাসি শব্দ গুলো সঞ্চয় করি
ভবিষ্যতে ফিরেয়ে দেবোই এই শব্দগুলো পর্যাপ্ত সুদে।
অলিখিত এক চুক্তি করি নিজের সত্তা র সাথে
উত্তপ্ত চাদরে ঢেকে রেখেছি নিজ অস্তিত্বকে
পরম যত্নে লালন করছি তাকে
মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখি
টিঁকে আছে নাকি!
মাথাকে বাঁচিয়ে রাখি নিরাপদ দূরত্বে
মরচে ধরা, ঘুন ধরা সমাজে হবে যে লড়তে
তাই আত্মহত্যা থেকে বিরত থাকি
বেঁচে থেকে দেখে যেতে চাই
চালিয়ে যেতে চাই আবহমান ধরে চলা অস্তিত্বর লড়াই
দেখি কেড়ে নিতে পারি কি না ওদের হাত থেকে বাঁচার চাবি।
টুটুল চ্যাটার্জী(শিউলি)
প্রত্যাখ্যাত হতে হতেও ফিরে যাচ্ছি না
আছে কোন সুপ্ত প্রত্যাশা?
অন্ধকারের পরেও আসে আলো
এই বিশ্বাসে,
সব ই কি হারাতে হবে শেষে?
রূঢ় শব্দ রা বারেবারে আছড়ে পরে মাটিতে
আঘাত করে যায় মাথার কোষে কোষে।
কুড়িয়ে নিয়ে সেই বাসি শব্দ গুলো সঞ্চয় করি
ভবিষ্যতে ফিরেয়ে দেবোই এই শব্দগুলো পর্যাপ্ত সুদে।
অলিখিত এক চুক্তি করি নিজের সত্তা র সাথে
উত্তপ্ত চাদরে ঢেকে রেখেছি নিজ অস্তিত্বকে
পরম যত্নে লালন করছি তাকে
মাঝে মাঝে নাড়াচাড়া করে দেখি
টিঁকে আছে নাকি!
মাথাকে বাঁচিয়ে রাখি নিরাপদ দূরত্বে
মরচে ধরা, ঘুন ধরা সমাজে হবে যে লড়তে
তাই আত্মহত্যা থেকে বিরত থাকি
বেঁচে থেকে দেখে যেতে চাই
চালিয়ে যেতে চাই আবহমান ধরে চলা অস্তিত্বর লড়াই
দেখি কেড়ে নিতে পারি কি না ওদের হাত থেকে বাঁচার চাবি।
No comments:
Post a Comment