রাতের জোনাকীরা চলে গেলে
ভোরের প্রজাপতি আসে
তারা চাঁদ ঢেকে গেলে
প্রভাত দেখো হাসে
কিছুই হয় না গো শেষ
সকলের থাকে কিছু রেশ ।
এই আছে এই নেই
এ খেলার শেষ নেই,
ভাঙ্গা গড়া মিলেমিশে
পাশাপাশি বসে,
আমাদের সুখ দুখ
সব অংক কষে ।
জীবন জটিল নয়
সোজা পথে জেনো
খোলা মনে বসে ঐ
আকাশ টাকে চেনো ।
দেখো সেখানে ও থাকে
মেঘের ঘনঘটা
আবার স্বচ্ছ হয়
মেঘ সব কেটে যায়
নীল আকাশ পাঠায় যে
ভোরের বারতা ।।।টু টু ল
No comments:
Post a Comment