অন্তর
কি হবে সারা রাত সাঁতার কেটে
চ়াঁদের পাহাড় ছুঁতে তো চাইনা আমি।
শুধু চাই দেখুক অন্তর্যামি
কোন এক কামুক পুরুষ হয়তো একলাটিরাত জাগে
নখের আঁচরে ক্ষতবিক্ষত করে নিজের পুং সত্তা।
জীর্ন দেয়াল জুরে খোঁজে মৃত প্রেমিকার শরীর।
চোখের কোনে জলের দারিদ্রতা।
কান্নারা চুপ করে থাকে ভয় পেয়ে।
নির্জন রাত্রির কোল জুরে ঘুরে বেড়ায় অবিশ্বাসী প্রেমিক পুরুষ।
একলাটি মৃত্যুকে আহ্বান করেও পায়না শান্তি সে।
এ ভাবেই প্রতি রাত কেটে যায় তার নিজের অবিশ্বাসী বিবেকের সাথে।
শুধু অলক্ষ্যে বিদ্রুপ করে যায় অশরীরী প্রেমিকার আত্মা।
টুটুল চ্যাটার্জী
No comments:
Post a Comment