অবহেলায় গাঁথা ( ৩১ )
=================
মৃন্ময় ঘোষ
============
আচ্ছা ছড়া / কবিতা কি সবসময় সুন্দর বিষয় নিয়ে হওয়া খুব জরুরী :D যদি না হয় তবে কি গনধোলাইএর চান্স আছে :D
।
বাহ্য পেলে জোর সে
আমার পায়ের তলায় সরষে
বিষয় ভীষণ বিপদজনক
বিলম্বে কাম সার সে।
কোষ্ঠকঠিন সালতামামি
ইসবগুলের শিক্ষা দামী
যেসব দিনে প্রবল আবেগ
দৃপ্ত আমি, তৃপ্ত আমি।
যেসব দিনে প্রকোষ্ঠ সাফ
থাকে না আর আড়ষ্ট ভাব
সেসব দিনে ক্ষণে ক্ষনে
নাসিক্য সুর, বসন্ত রাগ।
মাছ ঢাকতে ঢালি নি শাক,
বন্ধুরা কি করেছে রাগ ....
--------------------------------
সুপ্রিয়া চক্রবর্তী
==============
তোমার একার শুষ্ক কাষ্ঠ
ভেবনা কক্ষনো ,
অনেকেরই কাঠিন্যতে
ভুক্তভুগী জেনো ।
ইসবগুলের কৌটো উজাড়
ডজন থরে থরে ,
তবু ব্যাটার এমনই জেদ
থাকে নিজের ঘরে ।
ঘোমটা খুলে যেদিন বাহির
আগল খোলা ছাড়
তৃপ্ত মনে হাল্কা শরীর
হয়ইত সবার ।
নতুন কথা কি আর কোলে
আদি যুগের কথা ,
কোষ্ঠবদ্ধ আলিঙ্গনে
ভুক্তভুগীর ব্যাথা ।
হাল্কা শরীর কোন রাগিণী
নেকি সুরের গান ,
জানিনে ভাই তবে জানি
দিলখুশ আসমান ।
শাক দিয়ে তো মাছ ঢাকনি
দিল দিয়েছ আড়াল টানি ?
=================
মৃন্ময় ঘোষ
============
আচ্ছা ছড়া / কবিতা কি সবসময় সুন্দর বিষয় নিয়ে হওয়া খুব জরুরী :D যদি না হয় তবে কি গনধোলাইএর চান্স আছে :D
।
বাহ্য পেলে জোর সে
আমার পায়ের তলায় সরষে
বিষয় ভীষণ বিপদজনক
বিলম্বে কাম সার সে।
কোষ্ঠকঠিন সালতামামি
ইসবগুলের শিক্ষা দামী
যেসব দিনে প্রবল আবেগ
দৃপ্ত আমি, তৃপ্ত আমি।
যেসব দিনে প্রকোষ্ঠ সাফ
থাকে না আর আড়ষ্ট ভাব
সেসব দিনে ক্ষণে ক্ষনে
নাসিক্য সুর, বসন্ত রাগ।
মাছ ঢাকতে ঢালি নি শাক,
বন্ধুরা কি করেছে রাগ ....
--------------------------------
সুপ্রিয়া চক্রবর্তী
==============
তোমার একার শুষ্ক কাষ্ঠ
ভেবনা কক্ষনো ,
অনেকেরই কাঠিন্যতে
ভুক্তভুগী জেনো ।
ইসবগুলের কৌটো উজাড়
ডজন থরে থরে ,
তবু ব্যাটার এমনই জেদ
থাকে নিজের ঘরে ।
ঘোমটা খুলে যেদিন বাহির
আগল খোলা ছাড়
তৃপ্ত মনে হাল্কা শরীর
হয়ইত সবার ।
নতুন কথা কি আর কোলে
আদি যুগের কথা ,
কোষ্ঠবদ্ধ আলিঙ্গনে
ভুক্তভুগীর ব্যাথা ।
হাল্কা শরীর কোন রাগিণী
নেকি সুরের গান ,
জানিনে ভাই তবে জানি
দিলখুশ আসমান ।
শাক দিয়ে তো মাছ ঢাকনি
দিল দিয়েছ আড়াল টানি ?
No comments:
Post a Comment