Tuesday, 2 August 2016

দুঃখের কাঁথা কাজ করতে বসে
পরতে পরতে সূতোর টান দিয়ে
বুনে চলেছি শক্ত বুনোটে হস্তশিল্প র কারুকাজ
একটার পর একটা মিহি দুঃখ সাজিয়ে
তাঁত বুনেছি, বুনেছি, বুনেই চলেছি।
মসলিন মিহি দুঃখ গুলো সাজিয়ে চলেছি
নিপুন এক সমর্থ তাঁতীর মতো।
যার প্রতিটি পরতে পরতে লেগে আছে
সূক্ষ্ম সূক্ষ্ম দুঃখের দানা।
অক্লান্ত পরিশ্রমের ফসলে সাজিয়ে তুলবো

আমার দুঃখ গুলো।
মিহি সূতোয নিপুন বুনোনে ধরা থাকবে
আমার অভিমান, অসম্মান, অপমান সব।
এই ভাবে একদিন শেষ হলোআমার স্বপ্নের তাঁতবোনা।
যেদিন তুলে ধরলাম আমার পরিশ্রমের ফসল
অতি উৎসাহে দেখবো বলে
কিন্তু একি?
কি দেখছি আমি
আমার এতদিনের এতো শ্রমের ফসল
এভাবে
আশ্চর্য হলাম আমি
প্রতিটি বুনোনে ফুটে উঠেছে
ফুল, পাখি, শস্য শ্যামল মাঠ, নদী, পর্বত অরণ্য
এতো সুন্দর এ পৃথিবী
এখানে কোথাও ঐ সূক্ষ্ম দুঃখ গুলো খুঁজে পাচ্ছি না
সব দুঃখ রা অতি দুঃখিত হযে
হারিয়ে গেছে এই সৌন্দর্যের মোহময় মাখা পৃথিবীতে।
আমি ফিরে এলাম আবার সেই একই বৃত্তে।
যেখানে দুঃখের মাঝে ও সুখ লুকিয়ে আছে।

No comments:

Post a Comment