আমার শৈশব ছিলো গাঁদা ও দোপাটি
প্রাণবন্ত দেশজ ও খাঁটি
আমার কৈশোর ছিলো
শিরীষ জারুল
স্বপ্ন সাদা অস্ফুট বেগুনি
থোকা থোকা কমলাংগ ফুল
প্রকান্ড গাছের মাথা বেঁকে
হাওয়ায় নাচতে এঁকেবেঁকে
ঝুরো ঝুরো ঝডতো বেভুল
কবে ফুলেদের সাথে হযে গেলো আডি
সইল না পাতাবাহারের বাড়াবাড়ি
এখন বাগানে কিছু পীতবর্ন ঘাস
বিবিক্ত ক্যাকটাস।
প্রাণবন্ত দেশজ ও খাঁটি
আমার কৈশোর ছিলো
শিরীষ জারুল
স্বপ্ন সাদা অস্ফুট বেগুনি
থোকা থোকা কমলাংগ ফুল
প্রকান্ড গাছের মাথা বেঁকে
হাওয়ায় নাচতে এঁকেবেঁকে
ঝুরো ঝুরো ঝডতো বেভুল
কবে ফুলেদের সাথে হযে গেলো আডি
সইল না পাতাবাহারের বাড়াবাড়ি
এখন বাগানে কিছু পীতবর্ন ঘাস
বিবিক্ত ক্যাকটাস।
No comments:
Post a Comment