Monday, 8 August 2016

নদীর কথা

নদীর কথা



নৌকায় আমি বেঁধেছি ঘর অকূল বরাবর
নৌকা আমার উঠোনবাডি তেল নুন সংসার
অপার নদী অপর কূলে মেঘবালিকা খেলা করে
এপারে থাকি একাকী আমি নৌকার ঘরদোরে
নৌকায় আজ সুজন মাঝি নৌকা চরাচর
জল উতরোল জলের ভেলায বেহুলা লক্খীন্দর
আমি থাকি নদীর ও পরে নৌকার ঘরদোরে
কুয়াশা ঘেরা জলধ জলে পাইনি খুঁজে তারে
পদ্মা মেঘনা পডশী হলেও একাকী বাস করে
গঙ্গা থাকে শিবের জটায বিন্দু সরোবরে
এপারে আমি নৌকার ঘরে শযনে স্বপনে কাঁদি
নৌকায় বাঁধি সমুদ্র শত নদীর পরতে নদী
তেপান্তর এর ঘাট ছুঁয়ে যায় গঙ্গা তীরে বাস
তীরেই জন্ম তীরেই মৃত্যু স্বপ্নে অভিলাষ
নৌকা আমার সোনায মোডা দিক বিদিকে পাল
বইছে এখন উতল হাওয়া একাত্তরের কাল

No comments:

Post a Comment