Thursday, 19 October 2017

কি নাম দেবো

কি নাম দেবো

টুটুল চ্যাটার্জি@শিউলি
এসব কিন্তু মিথ্যে ছবি সত্যি ছবি নয়
দু হাতে তার অনাসৃষ্টি দুচোখ জুড়ে ভয়।
কুঁজোর ভেতর ঠাণ্ডা জল আর বাইরেতে উত্তাপ
মনের ভেতর শীতলপাটি, চোখ দুটো নিষ্পাপ।
এসব শুধু ই গল্পগাঁথা, সত্যি কিছুই নয়
চোখেতে তার অনাসৃষ্টি, চোখে তে নেই ভয়।
ক্লান্ত মেঝে ঘুমোয় যখন,নিশ্চিত দুপুর
মনের ভেতর বেজে উঠে একঘেয়ে কোন সুর।
দু হাতে তার শক্তি এখন চোখেতে উত্তাপ
শরীর জুড়ে বয়ে বেড়ায় বেয়ারা এক পাপ।
সেই পাপেতে বলি হবে তার সেই শৈশব
পুড়বে মন আর চোখ পুড়বে ভীষন অভিশাপ।
শৈশব তার হাতছানি দেয় এপারে এপ্রান্তে
আজকে কি কেউ চাইবে সে সব স্মৃতিকথা জানতে?
নীল দোপাটি গন্ধ ছিলো শ্বেত শিউলি মন
মনের ভেতর জ্বলতো প্রদীপ আনন্দ নিকেতন।
যা যাবার তা হারিয়ে গেছে হলুদ বনের কোনে
আর যেটুকু পাওনা হলো রাখছে সযতনে।

শিউলি

No comments:

Post a Comment