Monday, 19 September 2016

ভাবনা

কি অপরিসীম দুঃসাহসে
পৃথিবীকে প্রতিদিন একটু একটু করে
বুড়ো বানাচ্ছি ।
তার সবুজ শাড়ী কেড়ে নিয়ে
পরাচ্ছি সাদা থান ।
তার চোখের সমস্ত হাসি শুষে নিচ্ছি ।
তার মহীরুহ ', তার পর্বতমালা,
তার সমুদ্র জলোচ্ছ্বাস,
ভরে নিচ্ছি নিজেদের করতল
অপটু হাতের গর্বিত মহিমায
বসুন্ধরা র কাছে ধরে রাখার মতো
কিছুই রাখছি না আর ।
আর এই বুড়ো টে নিঃশেষিত পৃথিবীর সাথে
নিজেদের অজান্তেই ফেলে যাচ্ছি
নিজেদের ভুলের ইতিহাস ।
আগামী প্রজন্মের কাছে ।।।।।

No comments:

Post a Comment