Thursday, 9 November 2017

অতীত

টু টু ল

বেহিসেবি সুর তাল
গেয়েছি যে ভুলভাল
তবু আজো মনে সেই ছন্দ।
চৌ খুপী  দাগ কেটে
এক পায়ে হেঁটে হেঁটে
এক্কা দোক্কা ভালো মন্দ।
দড়িলাফ লাফালাফি
তুই ভুলে গেলি নাকি?
একশো, দুশো বাজি জিততাম।
দুই বেনী দুই পাশে
শাড়ি ধরে দু হাতে
ব্যাগ নিয়ে ইস্কুলে ছুটতাম।
গরমের ছুটিতে
শুধু হুটপুটিতে
সারা বাড়ি কাঁপিয়ে যে রাখতাম।
বকুনির ভয়েতে
পড়ার বই তে
গল্পের বই রেখে পড়তাম।
ঘুঘনী, হজমি যত
লুকিয়ে কিনতে হতো
নিষেধ র সব বেড়া ডিঙয়ে।
সেই সব দিনক্ষণ
মনে আসে অকারন
সেই দিনে তাই যাই পালিয়ে।